Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ২৩ আগস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য 

চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপি বাউল মেলা শুরু

চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপি বাউল মেলা শুরু
রানা কাদির ০৪ মার্চ ২০১৬, ৭:৫৬ অপরাহ্ন Print

চুয়াডাঙ্গা: জেলার সদর উপজেলার সরিষাডাঙ্গায় প্রখ্যাত বাউল সাধক বিশু শাহর ৮৩ তম ওফাত দিবস উপলক্ষ্যে ৩ দিনব্যাপি স্মরণোৎসব ও বাউলমেলা শুরু হয়েছে।

শুক্রবার মেলার উদ্বোধন করেন বিশিষ্ট বাউল সংগঠক গোলাম ফারুক জোয়ার্দ্দার। উৎসবে বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত বাউলরা সঙ্গীত পরিবেশন করবেন।

এ উপলক্ষ্যে বেলা ১১ টায় বিশু শাহর মাজার সংলগ্ন আখড়া থেকে বাউল শোভাযাত্রা শুরু হয়েছে উৎসব মঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে সিরাজ সাই, ফকির আবু বকর সিদ্দিক ও রাহেলা খাতুনসহ বিশিষ্ঠ বাউলেরা সঙ্গীত পরিবেশন করেন। আগামী ৬ মার্চ পর্যন্ত এ উৎসব চলবে বলে আয়োজকরা জানান ।

ব্রেকিংনিউজ/ডিএইচআপনার মন্তব্য

শিল্প-সাহিত্য বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং