Facebook   Twitter   Google+   RSS (New Site)

বৃহস্পতিবার ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য 

বইমেলায় ২১ প্রকাশনীকে শোকজ

বইমেলায় ২১ প্রকাশনীকে শোকজ
প্রতিবেদক ০৯ ফেব্রুয়ারী ২০১৬, ১১:১৯ পূর্বাহ্ন Print

ঢাকা: নিয়ম ভঙ্গ করে স্টল তৈরি করায় ২১টি প্রকাশনীকে শোকজ করেছে অমর একুশে গ্রন্থমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

সন্তোষজনক উত্তর দিতে না পারলে আগামীতে এসব প্রকাশনা সংস্থাকে গ্রন্থমেলায় স্টল বরাদ্দ দেয়া হবে না বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

মেলার এক সপ্তাহ উপলক্ষে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সোমবার এক সংবাদ সম্মেলনের অায়োজন করে বাংলা একাডেমি।

শামসুজ্জামান খান বলেন, ‘মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে ২১টি প্রকাশনা প্রতিষ্ঠান বরাদ্দকৃত জায়গা পরিবর্তন করে নিজেদের ইচ্ছেমতো রাতের আঁধারে স্টল বানিয়েছে। আমাদের সাথে আলাপ না করেই তারা নিয়ম ভেঙেছে। এজন্য তাদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না দিলে পরের বছরের বইমেলায় এসব প্রকাশনী ‘ব্ল্যাক লিস্টেড’ হবে।’

শোকজ দেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- অন্বেষা, তাম্রলিপি, পার্ল পাবলিকেশন্স, শোভা, গদ্যপদ্য, শব্দশিল্প, অ্যাডর্ণ পাবলিকেশন্স এবং সূবর্ণসহ মোট ২১টি প্রতিষ্ঠান।

এক প্রশ্নের উত্তরে শামসুজ্জামান খান বলেন, ‘আমার মনে হয় না প্রকাশকরা বইমেলার মতো এতো বড় আয়োজন করতে পারবেন। অন্তত ২-৪ বছরে সম্ভব না। তারা মেলা করার মতো সক্ষম হলে আমাদের সাধুবাদ থাকবে।’

প্রকাশকদের মধ্যে বিভাজনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের নিজেদের মধ্যে মতবিরোধ থাকায় গ্রন্থমেলা আয়োজন ও পরিচালনা করার মতো অবস্থায় নেই। এছাড়া তারা নিজেদের প্রতিষ্ঠান সামলাবেন নাকি মেলা তদারকি করবেন।’

সম্মেলনে উপস্থিত ছিলেন, একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ছাড়াও একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং একাডেমির পরিচালকবৃন্দ।

ব্রেকিংনিউজ/এটিআরআপনার মন্তব্য

শিল্প-সাহিত্য বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং