Facebook   Twitter   Google+   RSS (New Site)

রবিবার ২১ জুলাই ২০১৯, ৬ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » কৃষি ও পরিবেশ 

শ্যালা নদীতে এবারও নিষিদ্ধ হলো নৌযান

শ্যালা নদীতে এবারও নিষিদ্ধ হলো নৌযান
প্রতিবেদক ২১ মার্চ ২০১৬, ১:২৩ অপরাহ্ন Print

ঢাকা: সুন্দরবনের শ্যালা নদীতে এবারও বাণিজ্যিক নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এখন থেকে শ্যালা নদীর পরিবর্তে মংলা-ঘষিয়াখালী নৌপথটি ব্যবহৃত হবে।

সোমবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কমকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

এ সিদ্ধান্ত কার্যকরে কোস্ট গার্ড, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম।

এর আগে গত শনিবার বিকালে শ্যালা নদীতে কয়লাবোঝাই উপকূলীয় জাহাজডুবির (কোস্টার) পর বিআইডব্লিউটিএ-এর অতিরিক্ত পরিচালক (নৌপথ) মো. জহিরুল ইসলাম খানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে অয়েল ট্যাঙ্কার ডোবার পরও একবার এই নৌপথটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে মংলা বন্দরের বিকল্প নৌপথ মংলা-ঘষিয়াখালী বন্ধ থাকায় কিছুদিনের মাথায় শ্যালা নৌপথটি পুনরায় চালু করে বিআইডব্লিউটিএ।

ব্রেকিংনিউজ/এইচএসআপনার মন্তব্য

কৃষি ও পরিবেশ বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং