Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » কৃষি ও পরিবেশ 

ডোমারে মাছ চাষের ফলাফল প্রদর্শনী

ডোমারে মাছ চাষের ফলাফল প্রদর্শনী
ছবি: ব্রেকিংনিউজ
মহিনুল ইসলাম সুজন ১০ ফেব্রুয়ারী ২০১৬, ১১:৪২ অপরাহ্ন Print

নীলফামারী: জেলার ডোমারে মলা মাছ চাষের ফলাফল প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলার বোড়াবাড়ী ইউনিয়নে নওদাবশ গ্রামে, মা আবেদা মৎস্য হ্যাচারী মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মা আবেদা মৎস্য হ্যাচারীর স্বত্তাধীকারী তরিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে উপজেলা মৎস্য অধিদপ্তরের এফ,এ সাখাওয়াত হোসেন, ক্যাটালিস্ট ও কনসিলিয়েরির প্রোগ্রাম ম্যানেজার কামরুল হাসান, ক্যাটালিস্ট কনসালটেন্ট মিস ফারাহ্, ফিল্ড কো- অডিনেটর আল মামুন, হ্যাচারীর ব্যবস্থাপক আনারুল ইসলাম আনু প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় এলাকার ২৫ জন মৎস্য চাষি প্রদর্শনীতে অংশ নেয়। সফল মৎস্য চাষি হিসেবে ১০ জন চাষির হাতে সৌজন্য পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ক্যাটালিস্ট ও কনসিলিয়েরি প্রাঃ লিঃ এর সার্বিক সহযোগিতায় এ প্রদর্শনীর অনুষ্ঠিত হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

মলা মাছ চাষ করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং আমিষের চাহিদা পূরণে সকল চাষিদের পরামর্শ প্রদান করেন।

ব্রেকিংনিউজ/প্রতিনিধি/এমআরআপনার মন্তব্য

কৃষি ও পরিবেশ বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং