Facebook   Twitter   Google+   RSS (New Site)

বৃহস্পতিবার ২০ জুন ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » কৃষি ও পরিবেশ 

হিলিতে একটি গাভীর তিনটি বাচ্চা প্রসব!

হিলিতে একটি গাভীর তিনটি বাচ্চা প্রসব!
জিহানুল ইসলাম ০৯ ফেব্রুয়ারী ২০১৬, ১০:০৫ অপরাহ্ন Print

হিলি, দিনাজপুর: একটি গাভী থেকে ১টি অথবা ২টি বাচ্চা জন্ম দেওয়া স্বাভাবিক। আর তা যদি হয় দুয়েরঅধিক তাহলে অবাক হবারই কথা! ঠিক এরকমই ঘটেছে দিনাজপুরের হাকিমপুর থানার হাতিশোঁও গ্রামের হেলাল মিয়ার বাড়িতে। তার একটি গাভীর পর পর তিনটি বাছুর জন্ম দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে সদ্য জন্ম নেয়া বাছুর ৩টি সুস্থ্য আছে। বাছুর ৩টিকে দেখার জন্য এলাকাবাসী হেলাল মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছে।

গাভির মালিক হেলাল মিয়াকে জিঙাসা করলে তিনি বলেন, প্রতি বছর ওই গাভীর দুটি করে বাচ্চা হতো শুধু এ বছরই ব্যতিক্রম। সে ও তার পরিবারের সদস্যরা আনন্দিত হয়ে বাছুর ৩টির দেখাশোনা করছেন।

ব্রেকিংনিউজ/প্রতিনিধি/এমএইচআপনার মন্তব্য

কৃষি ও পরিবেশ বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং