Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ২৩ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » কৃষি ও পরিবেশ 

মৎস্য চাষে সফলতা দেখিয়েছে ঠাকুরগাঁওয়ের নুরুল

মৎস্য চাষে সফলতা দেখিয়েছে ঠাকুরগাঁওয়ের নুরুল
ছবি: ব্রেকিংনিউজ
বিধান চন্দ্র দাস ০৮ ফেব্রুয়ারী ২০১৬, ৮:৩৯ অপরাহ্ন Print

ঠাকুরগাঁও: জেলার অনন্য এক মৎস্য চাষির নাম নুরুল ইসলাম। ছয় বছর আগে মাছ চাষ শুরু করেন তিনি। কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে বর্তমানে ব্যাপক আকারে মাছ চাষ করছেন তিনি। এখন তার ৯টি পুকুর। তার খামারে শতাধিক শ্রমিক কাজ করে সংসার চালাচ্ছে ।

নুরুল ইসলাম শুধু চাষি নয়, তিনি চৌদ্দ বছর জনপ্রতিনিধিও ছিলেন। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানও ছিলেন তিনি। সরকারি পৃষ্ঠপোষকতা ও মাছ সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে উঠলে এ এলাকায় মৎস্য চাষের উজ্জল সম্ভবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নুরুলের খামারের উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। মৎস্য চাষি নুরুল ইসলাম ব্রেকিংনিউজকে বলেন, তিনি শুধু নিজের উন্নয়নই করেনি বরং এলাকার শতাধিক যুবকের মৎস চাষে আয়ের পথ ও কর্মসংস্থানের সৃষ্টি করেছেন।

তিনি আরো জানান, সরকারিভাবে যদি মাছের রোগ নির্ণয় ও বিনামুল্যে ওষুধ পাওয়া যায় তাহলে মৎস্য চাষ আরো বাড়বে। তাছাড়া আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা ভালো নয়। কাচা জনাকীর্ণ রাস্তায় বর্ষার মৌসুমে চলাচল করা একেবারে অসম্ভব হয়ে উঠে। রাস্তা ভাল হলে মাছের খাদ্য ও রেনু পোনা মাছ দূর-দূরান্ত থেকে যানবাহনে নিয়ে আসলে লাভবান হতেন বলেও জানান তিনি। সাবেক এই ইউপি চেয়ারম্যানের উচ্চ শিক্ষিত ছেলে নিশাত বাবা’র কাজে অনুপ্রানিত হয়ে এখন বাবাকে সহযোগিতা করছেন।

তিনি জানান, এলাকার অসহায় দরিদ্র লোকদেরকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এ এলাকাকে একটি মৎস্য জোনে পরিণত করতে চাই। শিক্ষিত সমাজ যদি এগিয়ে আসে তাহলে এতে যারা অশিক্ষিত তারাও সঠিক পরামর্শ পাবে।

ব্রেকিংনিউজ/প্রতিনিধি/এমআরআপনার মন্তব্য

কৃষি ও পরিবেশ বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং