Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » দুর্ঘটনা 

রূপগঞ্জে নির্মাণাধীন ভবন ধসে নিহত ২

রূপগঞ্জে নির্মাণাধীন ভবন ধসে নিহত ২
প্রতিনিধি ৩০ মার্চ ২০১৬, ৭:৫৮ অপরাহ্ন Print

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জের গাউছিয়া এলাকায় নির্মাণাধীন ভবন ধসে ২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও অনেকে।

নিহতরা হলেন, খোকন বিশ্বাস (২০) ও আশরাফুল (২৫)।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে আহতদের মধ্যে ওমর ফারুক (৩০) নামে একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহত ফারুকের বড় ভাই মজিবুর রহমান জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রবল ঝড়োবৃষ্টি হচ্ছিল। এসময় নুরজাহান টাউয়ার নামে পাশের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল নিচের আব্দুল হক মার্কেটের উপর ধসে পড়লে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। এসময় আরও অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থল থেকে শফিকুল আলম ভূইয়া নামে এ ব্যক্তি জানান, মার্কেটের উপর ভবন ধসে পড়লে ঘটনাস্থলেই খোকন বিশ্বাস (২০) নামে এক রং মিস্ত্রীর মৃত্যু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।আপনার মন্তব্য

দুর্ঘটনা বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং