Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » প্রবাস 

মালয়েশিয়ায় দৃষ্টান্ত স্থাপন করতে চায় শ্রমিকলীগ

মালয়েশিয়ায় দৃষ্টান্ত স্থাপন করতে চায় শ্রমিকলীগ
ছবি: ব্রেকিংনিউজ
মোস্তফা ইমরান ২১ মার্চ ২০১৬, ৬:৪৫ অপরাহ্ন Print

মালয়েশিয়া: "প্রবাসে দল ও সংগঠনের কমতি নাই। তবে সাধারণ প্রবাসীদের কথা কেউ বলে না। মালয়েশিয়া শ্রমিকলীগ সাধারণ প্রবাসীদের জন্য এমন কিছু করবে যা যুগ যুগ ধরে দৃষ্টান্ত হয়ে থাকবে।"

রবিবার সিলাঙ্গর’র পুত্রা কাজাং শাখা শ্রমিকলীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন নবগঠিত মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল।

সোমবার ব্রেকিংনিউজে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম বাবুল বলেন, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে নানাবিধ সমস্যার মধ্যদিয়ে দিনাতিপাত করছেন। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলে মিলে কাজ করলে প্রবাসে আমাদের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও বলেন, "বাংলাদেশের শ্রমিকরা কাজের তুলনায় ন্যায্য মূল্য পাচ্ছে না। অথচ বছর শেষে ভিসার জন্য বাড়ানো হয়েছে লেভির খরচ। বাংলাদেশ হাইকমিশনের সহযোগীতায় আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবো।"

অবৈধভাবে কারাগারে থাকা শ্রমিকদের জন্য উকিল নিয়োগের মাধ্যেম আইনি লড়াই চালিয়ে যাওয়ার বিষয়েও মালয়েশিয়া শ্রমিকলীগ কাজ করবে বলে ঘোষণা দেন শ্রমিকলীগের মালয়েশিয়ার এ নেতা।

কামাল হোসেনের সভাপতিত্বে মুক্তাদির রহমান রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন।

ইছরাফিল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন খান, আনিস মোল্লা, জাকির হোসেন, মহিউদ্দিন ইমন, আশেক আলি।

পরে কামাল হোসেনকে পুত্রা কাজাং শাখা শ্রমিকলীগের সভাপতি, লিটন মিয়াকে সাধারণ সম্পাদক ও শাহিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুত্রা কাজাং শাখা শ্রমিকলীগ নেতা আবু সাঈদ, জাকির হোসেন, আ: জলিল, ইউছুফ আলি, আমজাদ হোসেন, জুলহাস সরকার, ফিরোজ, মোহন, আনোয়ার, মনির হোসেন, মনির ব্যাপারি, জসীম উদ্দিন, রোকন, বাচ্চু মিয়াসহ শতাধিক নেতাকর্মী।

ব্রেকিংনিউজ/এইচএসআপনার মন্তব্য

প্রবাস বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং