Facebook   Twitter   Google+   RSS (New Site)

রবিবার ২১ জুলাই ২০১৯, ৫ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » প্রবাস 

মালয়েশিয়া হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

মালয়েশিয়া হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
মোস্তফা ইমরান ১৭ মার্চ ২০১৬, ১:৫৭ অপরাহ্ন Print

কুয়ালালামপুর: মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে কেক কেটে, দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এসময় মালয়েশিয়া আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দূতাবাস কর্মকর্তা শাহীদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. শহীদুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান। তার জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশ নামক দেশের উৎপত্তি হয়েছে। আজ বাংলাদেশের যে উন্নতি চোখে পড়ছে তা বঙ্গবন্ধুর চিন্তাধারায় ছিলো। তার মৃত্যুতে জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা শোধরাবার নয়।’

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন মালয়েশিয়ার সোর্স কান্ট্রির অন্তর্ভূক্ত। তাই বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া কখনই বন্ধ হবে না। তবে সাময়িক যে স্থবিরতা চলছে খুব দ্রুতই তা কেটে যাবে বলে মন্তব্য করেন তিনি।

ব্রেকিংনিউজ/ডিএইচআপনার মন্তব্য

প্রবাস বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং